আবু তালিব, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের শুরুতে অন্যতম এক ঢাল ছিলেন। কুরাইশ প্রতিনিধি দলের হুমকি ধামকি থেকে শুরু করে শিয়াবে আবু তালিব পর্যন্ত কখনো প্রিয় ভাতিজাকে ছেড়ে যাননি। নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে দিয়ে আগলে রেখেছিলেন। কিন্তু হেদায়েতের নূর তার কপালে ছিল না। মৃত্যু সজ্জাতেও নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। কিন্তু তিনি তা কবুল করেন নি।
সীরাতের কিতাবগুলোতে যতবার এ ঘটনা পড়েছি, ততবার অশ্রুসিক্ত হয়েছি। ঘটনাতে কত শিক্ষা আছে আমাদের জন্য। আমরা চাইলেই কাউকে হেদায়েত দিতে পারি না।আমরা হেদায়েতের মালিকও নই। আমাদের কাজ উত্তম ভাষায়,দরদ ও ভালোাসা দিয়ে আল্লাহর পয়গাম পৌঁছানো। এর পরেও মানুষ হিসেবে প্রিয় জনের আল্লাহ বিমুখতা, ইসলাম নিয়ে উদাসীনতা,সত্য গ্রহণে অনাগ্রহ বার বার আমাদের মনোকষ্টের কারন হতে পারে। এটা স্বাভাবিক।
আল্লাহ তায়ালা তো বলেই দিয়েছেন-
‘‘তুমি যাকে পছন্দ করো, তাকে হেদায়াত করতে পারবে না, তবে আল্লাহ্ তা‘আলাই যাকে ইচ্ছা হেদায়াতের পথে আনয়ন করেন। কে সৎপথে আসবে, সে সম্পর্কে তিনিই অধিক অবগত আছেন’’। (সূরা কাসাস: ৫৬)
Post a Comment